
জহিরুল হক বাবু।।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। তবে হতাশাজনকভাবে জেলার একটি বিদ্যালয়ে সব শিক্ষার্থী ফেল করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন শিক্ষার্থী। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১,৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বছর শতভাগ পাস করেছে মাত্র ২২টি প্রতিষ্ঠান, যা মোট প্রতিষ্ঠানের মাত্র ১.২২ শতাংশ।
শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, ফলাফলে বৈচিত্র্য এবং কিছু প্রতিষ্ঠানের শূন্য পাসের বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






