কুমিল্লার এক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ, সাত জনকে নেওয়া হলো হাসপাতালে

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই স্কুলের ৭ শিক্ষার্থী। এ ঘটনায় ইতোমধ্যেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর এমইউ উচ্চবিদ্যালয়ে।

জানা গেছে, সকালে স্কুলের কার্যক্রম শুরু হওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরে একে একে একই শ্রেণির অন্তত ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বেশির ভাগই মাথা ঘুরে খিঁচুনি হয়ে পড়ে যায়। এর মধ্যে ৭ জনকে হাসপাতালে আনা হয়। কয়েকজনকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, ‘তাদের (শিক্ষার্থী) প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ আছে। তারা যে রোগে আক্রান্ত হয়েছে এটির নাম গণমনস্তাত্ত্বিক রোগ। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাউন্সেলিং করছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page