কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রাণ গেল দুই যাত্রীর

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক্টরচাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। নিহত অপরজন সিএনজিচালক মো. তাওহিদ।

সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই হাসান নিহত হয়।

আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page