০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কুমিল্লার দিগধাইর গ্রামে প্রথম ত্রান আসলো নেত্রকোনা থেকে

  • তারিখ : ০৯:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 62

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের গ্রাম দিগধাইর। গত দশদিন আগে বানের পানিতে তলিয়ে যায় গ্রামটি। গ্রামটিতে নেই কোন সরকারি আশ্রয় কেন্দ্র, নিরাপদ উঁচু জায়গা। টানা পানিবন্দি থেকে খাবারের সংকটে ভুগেন এই গ্রামের মানুষ।

নৌকায় কিছু খাবার ৫ মাইল দূরের বাজার থেকে এনে আশেপাশের মানুষের মধ্যে বিলি করা হলেও যেখানে বেশি পানি উঠেছে সেখানে যেতে পারেনি কেউ। এমনকি একটি মসজিদে আশ্রয় নেয়া ১১০ টি পরিবার দিন পার করছিল অর্ধাহারে। বিভিন্ন মাধ্যমে ত্রাণের জন্য আহ্বান করা হলেও কোন সাড়া মেলেনি।

সবশেষ দিগধাইর গ্রামের এক বাসিন্দার ফোনে সাড়া দেন সুদূর নেত্রকোনা জেলার পূর্বধলার সমাজসেবী আলহাজ্ব আবু তাহের তালুকদারের টীমের স্বেচ্ছাসেবকরা। কুমিল্লার লাকসাম থেকে অন্তত সাড়ে তিন শ কিলোমিটার দূর থেকে প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে সোমবার রাতে এসে লাকসাম উপজেলার খিলা বাজারে পৌঁছায় দলটি। স্থানীয় বাজার থেকেই কেনা হয় ১১০ টি পরিবারের জন্য রান্না করা খাবারের বিভিন্ন আইটেম। মধ্যরাতেই নৌকায় করে পৌঁছানো হয় আশ্রয় কেন্দ্রে। আড়াই ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগ কবলে তো মানুষের মুখে হাসি ফোটাতে বস্তা ভর্তি বাজার পৌঁছায় ভিন্ন জেলা থেকে আসা এই তরুনদেরর দলটি।

মসজিদে আশ্রয় নেয়া যুবক শামীম হোসাইন জানান, দীর্ঘ সাত দিন পানিবন্দি থাকার পরও কেউ আমাদের জন্য এত পরিমান প্রাণ নিয়ে আসেনি। আশেপাশের গ্রাম থেকে পাড়া প্রতিবেশীরা কিছুটা সহায়তা করেছে। এতদুর নেত্রকোনা থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই।

নেত্রকোনা থেকে আসা যুবকদের একজন তরিকুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ গ্রাম থেকে আমার এক বন্ধুর ফোন পেয়ে আমরা প্রস্তুত হই কুমিল্লায় আসার। নেত্রকোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলহাজ্ব আবু তাহের তালুকদার আমাদের দ্রুত সহযোগিতার টাকা দেন । সেই টাকা নিয়ে রওনা হয়েছি। অপরিচিত এলাকায় এসে দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।

কুমিল্লা বন্যা কবলিত এলাকা গুলোতে শুধু স্থানীয়রাই নয় জেলার বাইরে থেকে অন্তত দেড় হাজার স্বেচ্ছাসেবী প্রাণ নিয়ে ও উদ্ধারকাজে সহযোগিতা করছে। তাদের অনেকের কাছেই কুমিল্লা একেবারেই অপরিচিত। তারপরও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে আসছেন তরুণরা। বন্যা কবলিতদের সহযোগিতা করছেন নিরাপদ আশ্রয়ে যাবার। এছাড়া নিজস্ব অর্থায়নে খাবার,ঔষধ ও জামা কাপড় বিলি করছেন।

error: Content is protected !!

কুমিল্লার দিগধাইর গ্রামে প্রথম ত্রান আসলো নেত্রকোনা থেকে

তারিখ : ০৯:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের গ্রাম দিগধাইর। গত দশদিন আগে বানের পানিতে তলিয়ে যায় গ্রামটি। গ্রামটিতে নেই কোন সরকারি আশ্রয় কেন্দ্র, নিরাপদ উঁচু জায়গা। টানা পানিবন্দি থেকে খাবারের সংকটে ভুগেন এই গ্রামের মানুষ।

নৌকায় কিছু খাবার ৫ মাইল দূরের বাজার থেকে এনে আশেপাশের মানুষের মধ্যে বিলি করা হলেও যেখানে বেশি পানি উঠেছে সেখানে যেতে পারেনি কেউ। এমনকি একটি মসজিদে আশ্রয় নেয়া ১১০ টি পরিবার দিন পার করছিল অর্ধাহারে। বিভিন্ন মাধ্যমে ত্রাণের জন্য আহ্বান করা হলেও কোন সাড়া মেলেনি।

সবশেষ দিগধাইর গ্রামের এক বাসিন্দার ফোনে সাড়া দেন সুদূর নেত্রকোনা জেলার পূর্বধলার সমাজসেবী আলহাজ্ব আবু তাহের তালুকদারের টীমের স্বেচ্ছাসেবকরা। কুমিল্লার লাকসাম থেকে অন্তত সাড়ে তিন শ কিলোমিটার দূর থেকে প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে সোমবার রাতে এসে লাকসাম উপজেলার খিলা বাজারে পৌঁছায় দলটি। স্থানীয় বাজার থেকেই কেনা হয় ১১০ টি পরিবারের জন্য রান্না করা খাবারের বিভিন্ন আইটেম। মধ্যরাতেই নৌকায় করে পৌঁছানো হয় আশ্রয় কেন্দ্রে। আড়াই ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগ কবলে তো মানুষের মুখে হাসি ফোটাতে বস্তা ভর্তি বাজার পৌঁছায় ভিন্ন জেলা থেকে আসা এই তরুনদেরর দলটি।

মসজিদে আশ্রয় নেয়া যুবক শামীম হোসাইন জানান, দীর্ঘ সাত দিন পানিবন্দি থাকার পরও কেউ আমাদের জন্য এত পরিমান প্রাণ নিয়ে আসেনি। আশেপাশের গ্রাম থেকে পাড়া প্রতিবেশীরা কিছুটা সহায়তা করেছে। এতদুর নেত্রকোনা থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই।

নেত্রকোনা থেকে আসা যুবকদের একজন তরিকুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ গ্রাম থেকে আমার এক বন্ধুর ফোন পেয়ে আমরা প্রস্তুত হই কুমিল্লায় আসার। নেত্রকোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলহাজ্ব আবু তাহের তালুকদার আমাদের দ্রুত সহযোগিতার টাকা দেন । সেই টাকা নিয়ে রওনা হয়েছি। অপরিচিত এলাকায় এসে দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।

কুমিল্লা বন্যা কবলিত এলাকা গুলোতে শুধু স্থানীয়রাই নয় জেলার বাইরে থেকে অন্তত দেড় হাজার স্বেচ্ছাসেবী প্রাণ নিয়ে ও উদ্ধারকাজে সহযোগিতা করছে। তাদের অনেকের কাছেই কুমিল্লা একেবারেই অপরিচিত। তারপরও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে আসছেন তরুণরা। বন্যা কবলিতদের সহযোগিতা করছেন নিরাপদ আশ্রয়ে যাবার। এছাড়া নিজস্ব অর্থায়নে খাবার,ঔষধ ও জামা কাপড় বিলি করছেন।