স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন গাজী উপজেলার খয়রাবাদ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর সন্ত্রাসী হামলা মামলারও আসামি।
স্থানীয়রা জানান, তিনি জাফরগঞ্জ ইউপি সন্ত্রাসী চেয়ারম্যান জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু বকরকে কলেজ রোডে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় বিল্লাল হোসেন গাজী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, আতঙ্ক সৃষ্টিসহ সাংবাদিককে মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. ইয়াছিন বলেন, ‘বিল্লাল গাজীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রম, হামলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। সাংবাদিকের ওপর হামলার মামলায়ও তিনি অভিযুক্ত। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’











