কুমিল্লার দেবীদ্বারে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত- ২০

দেবিদ্বার প্রতিনিধি।।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা দেখা দিয়েছে ফলাফলের পরবর্তী সময়ে।

সোমবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ফলাফল ঘোষণা করেন। ফলাফলে পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে বিজয়ী হন মাওলানা আবু সাঈদ। ফলাফলের পর সাঈদের কর্মীরা একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম মজনু মিয়ার বাড়িতে আতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ মজনুর পরিবার ও আশে পাশের কয়েক পরিবারের লোকজনকে বেধরক মারধর করেন। এতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী, একাধিক শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

ঘটনায় আহতরা হলেন, প্রার্থী আজহারুল ইসলাম মজনু (৪২), জহির (৪৫), হানিফ (৪০), ফারুক (৪০), সাত্তার (১২), জামশেদ (৩৫), বুলবুলি বেগম (৬৫), এরশাদ (৩৫), রেহানার (৩০), সুমী (২৭), সোনিয়া (২৮), তানিয়া (২৫), সাজু বেগমসহ (৪৪) আরো অনেকে। এরা পৌরসভার বারেরা এলাকার বাসিন্দা।

আহতদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক রবিউল হাসান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, বিজয়ী প্রার্থী সাঈদের সমর্থক ও পরাজিত প্রার্থী মজনু সমর্থকদের মধ্য কথা কাটাকাটি নিয়ে বাড়িঘর ভাংচুর ও মারামারির ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে আমি পর্যাপ্ত পরিমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন আছে, বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page