মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ কেজি গাজাঁসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে ৫টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের দারোগা বাড়ীর সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চরচারুয়া গ্রামের বশির উদ্দিন আহম্মেদের ছেলে হারুন অর রশিদ(৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামে একটি মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ কোরবানপুর গ্রামের দারোগা বাড়ীর সামনের তিন রাস্তার মোড়ে পৌঁছাইলে হারুন অর রশিদ পুলিশের উপস্থিতি টেরপাইয়া দৌড়াইয়া পালানোর সময় পুলিশ তাকে আটক কওে এবং তার হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page