মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রায়পুর এলাকায় পূর্ব বিরোধের জেরে কামাল হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার রাত সাড়ে ১০ টায় গোমতী নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বাজেহুরা গ্রামের মজিদ বেগের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিম আক্তার বাদী হয়ে ৯ জনের নামে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, ময়নামতি ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ সিপন মিয়ার সাথে বয়স্ক ভাতার কার্ড নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ১০ টায় সিপন মেম্বারের ছেলে মোঃ তুষার মিয়ার নেতৃত্বে ৮/১০ জনের একটি দল ময়নামতি ইউনিয়নের রায়পুর গ্রামের গোল্ডেন বেকারীর সামনে কামাল হোসেনকে কুপিয়ে আহত করে।
স্থানীয় লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১ টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) রুহুল আমিন জানান, হাসপাতালের মর্গে নিহতের মরদেহটি পরে ছিলো। মঙ্গলবার দুপুরে মরদেহটির ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
আরো দেখুন:You cannot copy content of this page