জহিরুল হক বাবু।।
কুমিল্লার শাসনগাছা হতে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী, সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার।
সভায় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, বিএনপির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন দোলন, ভরাসার বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শামসুল হুদা, ছাত্র প্রতিনিধি ছাব্বির, আরিফ আহমদ মাহাদী, পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুদ আলম বক্তব্য রাখেন।
এছাড়া পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার আবদুল হক, সদর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়ন হলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানানো হয়।