
আতাউর রহমান।।
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ও মশার প্রজননস্থল ধ্বংস করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুমিল্লা-মিরপুর সড়ক, খেলার মাঠ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ নামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী ও একঝাঁক তরুণ রেডক্রিসেন্ট সদস্যরা।
অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ঘরের ভেতর ও বাইরে যেখানে পানি জমে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্র্যাক কুমিল্লা আদর্শ সদর শাখার কর্মকর্তা (সিসিএইচ) শান্ত দেবনাথ, ব্র্যাক ব্রাহ্মণপাড়া শাখার প্রোগ্রাম কর্মকর্তা (বিএইচপি-টিবি) অনির্বাণ সরকার, সহকারী জেলা সমন্বয়ক মুনতাসিরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার রাবিদ হাসানসহ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাবের সদস্য মো. সোহেল ইসলাম প্রমুখ।