মো হাছান।।
সাংবাদিক হলো সমাজ ও রাষ্ট্রের দর্পন। সাংবাদিকদের লেখনের মাধ্যমে রাষ্ট্রের অনিয়মগুলো ফুটে উঠে। সমাজের সকল কর্মকান্ডগুলো গণমাধ্যম কর্মীদের লেখনীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আসে। এতে প্রশাসন সংস্কার করার সুযোগ পায়। একটি রাষ্ট্র সুন্দরভাবে গড়তে হলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, সকালের সময় উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবু ইউছুফ, দিনকাল প্রতিনিধি আবদুল বাকী মিলন, বাংলার আলোড়ন প্রতিনিধি জিএম আহসান উল্লাহ সোহাগ, যায়যায়দিন প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, কালবেলা উপজেলা প্রতিনিধি মোঃ হাছান, কুল্লিার কন্ঠ প্রতিনিধি আলমগীর হোসেন, সাপ্তাহিক সময়ের দর্পন প্রতিনিধি আবুল খায়ের, লাকসাম বার্তা প্রতিনিধি কাজী মাসউদ, সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি অহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, জনকন্ঠ উপজেলা প্রতিনিধি আমানত উল্লাহ লিংকন, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,সহ আরো অনেকে ।
আরো দেখুন:You cannot copy content of this page