০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

কুমিল্লার মাঠে মোহামেডানকে ২-০ গোলে হারালো আবাহনী

  • তারিখ : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • 1

মোঃ জহিরুল হক বাবু।।
প্রিমিয়ার লিগে দুই বিদেশি ফরোয়ার্ড পিটার নোরাহ ও দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। দুই অর্ধে একটি করে গোল করেছেন দুই বিদেশি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকে উত্তেজনা ছিল। আক্রমণে এগিয়ে থেকে গোল পেতেও সময় লাগেনি আবাহনীর। মধ্যমাঠে রাফায়েল অগাস্তো ছিলেন অন্যতম অস্ত্র। আর ফরোয়ার্ড পজিশনে এলিটা কিংসলে-কলিনদ্রেস-নোরাহ সাধ্যমতো চেষ্টা করে গেছেন।

১১ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পিটার নোরাহর উদ্দেশ্যে আলতো পাস দেন কলিনদ্রেস। নাইজেরিয়ান ফরোয়ার্ড দেখেশুনে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে আবাহনীকে উল্লাসে ভাসিয়েছেন।

বিরতি থেকে ফিরে এলেও আবাহনীর আক্রমণে ভাটা পড়েনি। দ্বিতীয় গোলও তুলে নেয় ৫৭ মিনিটে। প্রথম গোলে এসিস্ট ছিল কলিনদ্রেসের। দ্বিতীয় গোলটি নিজেই দারুণভাবে লক্ষ্যভেদ করেছেন রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ে মোহামেডান দুটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ৭১ মিনিটে আবিদের ক্রসে দিয়াবাতের হেড গোলকিপার শহিদুল ঠিকমতো প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সাজ্জাদ হোসেন শট নেন ক্রসবারের ওপর দিয়ে।

৮৩ মিনিটেও হতাশ করেন মানিক মোল্লা। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে গেছে।

আবাহনী লিমিটেড ৭ ম্যাচে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। মোহামেডান এক ম্যাচ কম খেলে দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

কুমিল্লার মাঠে মোহামেডানকে ২-০ গোলে হারালো আবাহনী

তারিখ : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
প্রিমিয়ার লিগে দুই বিদেশি ফরোয়ার্ড পিটার নোরাহ ও দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। দুই অর্ধে একটি করে গোল করেছেন দুই বিদেশি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকে উত্তেজনা ছিল। আক্রমণে এগিয়ে থেকে গোল পেতেও সময় লাগেনি আবাহনীর। মধ্যমাঠে রাফায়েল অগাস্তো ছিলেন অন্যতম অস্ত্র। আর ফরোয়ার্ড পজিশনে এলিটা কিংসলে-কলিনদ্রেস-নোরাহ সাধ্যমতো চেষ্টা করে গেছেন।

১১ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পিটার নোরাহর উদ্দেশ্যে আলতো পাস দেন কলিনদ্রেস। নাইজেরিয়ান ফরোয়ার্ড দেখেশুনে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে আবাহনীকে উল্লাসে ভাসিয়েছেন।

বিরতি থেকে ফিরে এলেও আবাহনীর আক্রমণে ভাটা পড়েনি। দ্বিতীয় গোলও তুলে নেয় ৫৭ মিনিটে। প্রথম গোলে এসিস্ট ছিল কলিনদ্রেসের। দ্বিতীয় গোলটি নিজেই দারুণভাবে লক্ষ্যভেদ করেছেন রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ে মোহামেডান দুটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ৭১ মিনিটে আবিদের ক্রসে দিয়াবাতের হেড গোলকিপার শহিদুল ঠিকমতো প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সাজ্জাদ হোসেন শট নেন ক্রসবারের ওপর দিয়ে।

৮৩ মিনিটেও হতাশ করেন মানিক মোল্লা। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে গেছে।

আবাহনী লিমিটেড ৭ ম্যাচে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। মোহামেডান এক ম্যাচ কম খেলে দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।