
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে ও পোড়া তেলে শিশু খাদ্য তৈরীর অপরাধে আবুল হাসেম ফুড প্রডাক্টক নামের একটি প্রতিষ্ঠান’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর রোডের নগরপাড় এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জানিয়েছে, মেয়াদবিহীন খাদ্য বিক্রি, পোড়া তেল ব্যবহার, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে “আবুল হাসেম ফুড প্রডাক্টস” নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ জরিমানা করা হয়েছে। একই সাথে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো: জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, এবং নমুনা সংগ্রহকারী মো: সাকিব।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।