স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে ঝোপের ভেতর থেকে হায়াতুন নবী (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হায়াতুন নবী ওই গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন বড়বাম গ্রামের ঝোপের ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইউনিয়ন সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের চোখে আঘাতের চিহ্ন ছিল। এটি নিশ্চিতভাবে স্বাভাবিক মৃত্যু নয়।’
ওসি নাজনীন সুলতানা বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
আরো দেখুন:You cannot copy content of this page