কুমিল্লার শাসনগাছা থেকে পৃথক অভিযানে মাদকসহ ২ নারী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ১৮ আগস্ট বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা নেতৃত্বে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানাধীন পশ্চিম রেসকোর্স জহির মিয়ার বাড়ীতে আসামী পাখী বেগম(২৫) এর বসত ঘরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ আসামীকে আটক করা হয়।

এরপর একই এলাকার ৩নং ওয়ার্ডের আসামী বেবী আক্তার (৫৫) এর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ৭৭ বোতল এস্কাফ ও মাদক বিক্রির ১,৪৮,৭৫০/- টাকাসহ আসামীকে আটক করা হয়।

উল্লেখ্য বেবী আক্তারের নামে ১০ টি মাদকের মামলা রয়েছে। ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক, মাহবুবুল আলম ভূঞাঁসহ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।এছাড়া পুলিশ লাইনের পুলিশ ফোর্স, এনএসআই এর সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করেন।

আসামীদের বিরুদ্ধে পৃথক দু’টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page