কুমিল্লার সাবেক এমপি আজাদসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই অভিযোগগুলোর অনুসন্ধান করছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।

দুদক মহাপরিচালক বলেন, ‘তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।’

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এ ছাড়া অনুসন্ধানে জানা গেছে, নিজের ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অবাধে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং কমিশন-বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page