কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি গ্রেফতার

জহিরুল হক বাবু।।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়লো আট বাংলাদেশি যুবক। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বেলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে নাজমুল হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল কালাম (৩৮), খলকু ইসলামের ছেলে আহমেদ হৃদয় (১৯), মনির মিয়ার ছেলে মহসীন মিয়া (২২), নেত্রকোনা হাটপাড়া কায়াতরা গ্রামের মো. শাহিন মিয়া (৪৫) ও তার ছেলে রোমান মিয়া (২০), একই গ্রামের রুহুল আমিনের ছেলে জুনাইদ (১৫), নেত্রকোনার পূর্বধলা থানার বাদিপটিগ্রামের লাল মিয়ার ছেলে রতন (২২)।

অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সোমবার রাতে ৬০ বিজিবির টহল দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খারেরা বিওপি সীমান্ত পিলার ২০৭১/৯-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারীর মাজার নামক স্থানে তাদের গ্রেফতার করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। সেখানে তারা কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটক সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page