কুমিল্লার হোমনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সুরাইয়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন।

সুরাইয়া ছয়ফুল্লাহকান্দি গ্রামের ইতালিপ্রবাসী মো. হাসানের স্ত্রী। এ ছাড়া তিনি জেলার মুরাদনগর উপজেলার নোয়াকান্দি গ্রামের সিরাজের মেয়ে। সুরাইয়ার দুই বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের শ্বশুর সিরাজ মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো পুত্রবধূ গতকাল শুক্রবার রাতের খাবার শেষে রাত সাড়ে ৯টার দিকে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ১টার দিকে আমার নাতনি কান্নাকাটি করলে ঘুম থেকে উঠে দেখি ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো। পরে আশপাশের লোকজনকে ডেকে আনলে তাঁরা দরজা ভেঙে দেখে ঘরের আড়ার সঙ্গে পুত্রবধূর লাশ ঝুলছে।’

ওসি জয়নাল আবেদিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page