সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের দুই মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন লোক অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই বোন মমতাজ ও জাকিয়া এবং রাশেদ মিয়া মারা যান। তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত দুই বোনের পরিবারে চলছে মাতম। স্থানীয়রা জানান, দুই বোন বাজারে যাচ্ছিলেন; ঘাটে পৌঁছানোর আগেই বজ্রপাতের আঘাতে তারা ঘটনাস্থলেই মারা যান। গ্রামের মানুষ ভিড় জমিয়ে তাদের মরদেহ দেখতে আসে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, “একই পরিবারের দুই বোনসহ তিনজনের মৃত্যুতে আমরা সবাই স্তম্ভিত। এ দৃশ্য কেউ ভুলতে পারবে না।”
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সুলতানা বলেন, “বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় নদীঘাট, খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বজ্রপাত দেখা দিলে নিরাপদ ভবন বা ঘরের ভেতরে আশ্রয় নেওয়া উচিত।











