কুমিল্লার ২৬ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে কুমিল্লার ৩ উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল তফসিল ঘোষিত কুমিল্লার ইউনিয়নগুলো হচ্ছে কুমিল্লা সদর উপজেলার ৬ টি,ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ টি এবং চৌদ্দগ্রাম উপজেলার ১২ টি ইউনিয়ন। এ ধাপে দেশের মোট ৮৪০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এসব ইউনিয়নে ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দেশের ৮৩৬টি ইউপিতে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দ্বিতীয় ধাপে কুমিল্লা জেলার ১৭ উপজেলার মধ্যে ৩ টি উপজেলার ২২ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহনের দিন নির্ধারিত ছিল। তবে লাকসামের ৫ টি ইউপিতে ইতিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। মেঘনার ৮ টি মধ্যে ১ টি এবং তিতাসের ৯ টির মধ্যে ১ ইউনিয়ন বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। প্রথম ধাপে ইতোমধ্যে দেশের ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লার কোন ইউনিয়ন পরিষদ ছিল না।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page