০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১ ‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের বিদায় সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী মুরাদনগর সমিতি-ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন এম আই জামাল সিদ্দিকী কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা

কুমিল্লায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় অস্ত্র হাতে বিএনপি নেতা

  • তারিখ : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • 6

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটনের প্রচারণায় প্রকাশ্যে অস্ত্রসহ অংশ নিয়েছেন সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অস্ত্র প্রদর্শনের খবরে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে প্রচারণাকালে প্রকাশ্যে এ অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে।

বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অস্ত্র প্রদর্শনকারী সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটনের (আনারস প্রতীক) পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ছয়গ্রাম বাজারে প্রচারণায় অংশ নেন। এসময় তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভোটারদের কাছে ভোট চান। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেন। ব্যবহারকারীর বৈধ লাইসেন্স থাকায় অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে।

এবিষয়ে অস্ত্র প্রদর্শনকারী সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, আমার অস্ত্রের লাইসেন্স ছিল। তাই নিরাপত্তার স্বার্থে সঙ্গে নিয়ে এসেছি। নির্বাচনী প্রচারণায় সঙ্গে রাখা বেআইনির বিষয়টি আমার জানা ছিল না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে আচরণবিধি লঙ্ঘন করে সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে ছয়গ্রাম বাজারে নির্বাচনী প্রচারণা অংশ নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে।

কুমিল্লায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় অস্ত্র হাতে বিএনপি নেতা

তারিখ : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটনের প্রচারণায় প্রকাশ্যে অস্ত্রসহ অংশ নিয়েছেন সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অস্ত্র প্রদর্শনের খবরে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে প্রচারণাকালে প্রকাশ্যে এ অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে।

বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অস্ত্র প্রদর্শনকারী সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটনের (আনারস প্রতীক) পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ছয়গ্রাম বাজারে প্রচারণায় অংশ নেন। এসময় তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভোটারদের কাছে ভোট চান। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেন। ব্যবহারকারীর বৈধ লাইসেন্স থাকায় অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে।

এবিষয়ে অস্ত্র প্রদর্শনকারী সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, আমার অস্ত্রের লাইসেন্স ছিল। তাই নিরাপত্তার স্বার্থে সঙ্গে নিয়ে এসেছি। নির্বাচনী প্রচারণায় সঙ্গে রাখা বেআইনির বিষয়টি আমার জানা ছিল না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে আচরণবিধি লঙ্ঘন করে সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে ছয়গ্রাম বাজারে নির্বাচনী প্রচারণা অংশ নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে।