মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি)সহ আকতার হোসেন মাসুদ নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার বিকেলে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ ডিসেম্বর) ভোর রাতে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গইনখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি)সহ মোঃ আকতার হোসেন @ মাসুদ (৩৩) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার বরুড়া থানধীন গইনখালি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।