০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে ঘটনায় ২ শিক্ষার্থী বহিষ্কার, ১৭ জনকে শোকজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে “সফল আত্মকর্মী” পুরস্কার পেলেন কুমিল্লার লাভলী ৪৩তম জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ রানার্সআপ প্রাইজমানি বিতরণ কুমিল্লায় ৩০ বছরের জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খাল খনন করলেন বিএনপি নেতারা বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ফল উৎসব ও সেলাই মেশিন বিতরন কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩ জন মারা যাচ্ছে

  • তারিখ : ০২:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • 51

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩ জন মারা যাচ্ছেন। ১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ৭ মে (শুক্রবার) পর্যন্ত কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচন করে এ পরিসংখ্যান জানা গেছে।

তথ্য মতে, জেলায় গত ৩৬ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত কুমিল্লায় সর্বমোট প্রাণহানির সংখ্যা ছিল ২৮৮ আর শুক্রবার পর্যন্ত এ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২ শতাংশ, মারা গেছেন আরও একজন।

এদিকে কুমিল্লায় করোনার দ্বিতীয় ধাক্কায় শনাক্তের হার কিছু কমে আসলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন বেশির ভাগ করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে বেশির ভাগই পঞ্চাশোর্ধ।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস শুধু বয়স্কদের নয়, শিশুদেরকেও মারাত্মক ভাবে আক্রমণ করছে। শিশুদের বিষয়েও অনেক বেশি সচেতন হতে হবে। আর কুমিল্লায় সংক্রমণ না কমলে মৃত্যুর হার কমানো সম্ভব নয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এদিকে গত কয়দিন ধরে ঈদ শপিংকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন শপিংমলও ফুটপাতে মানুষের উপচেপড়া ভিড়। দিন দিন এ ভিড় বাড়ছে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মাস্ক ছাড়াই শিশুদের নিয়ে ঈদ মার্কেটে আসছেন বাবা-মায়েরা। করোনা প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হলেও মানা হচ্ছে না এ নির্দেশনা।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, মাস্ক ছাড়া শিশুদের নিয়ে ঈদবাজারের মত জনবহুল এলাকায় যাওয়া খুবই বিপজ্জনক। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনোভাবেই করোনাকে অবহেলা করা যাবে না।

সূত্র- জাগো নিউজ।।

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩ জন মারা যাচ্ছে

তারিখ : ০২:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩ জন মারা যাচ্ছেন। ১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ৭ মে (শুক্রবার) পর্যন্ত কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচন করে এ পরিসংখ্যান জানা গেছে।

তথ্য মতে, জেলায় গত ৩৬ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত কুমিল্লায় সর্বমোট প্রাণহানির সংখ্যা ছিল ২৮৮ আর শুক্রবার পর্যন্ত এ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২ শতাংশ, মারা গেছেন আরও একজন।

এদিকে কুমিল্লায় করোনার দ্বিতীয় ধাক্কায় শনাক্তের হার কিছু কমে আসলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন বেশির ভাগ করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে বেশির ভাগই পঞ্চাশোর্ধ।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস শুধু বয়স্কদের নয়, শিশুদেরকেও মারাত্মক ভাবে আক্রমণ করছে। শিশুদের বিষয়েও অনেক বেশি সচেতন হতে হবে। আর কুমিল্লায় সংক্রমণ না কমলে মৃত্যুর হার কমানো সম্ভব নয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এদিকে গত কয়দিন ধরে ঈদ শপিংকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন শপিংমলও ফুটপাতে মানুষের উপচেপড়া ভিড়। দিন দিন এ ভিড় বাড়ছে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মাস্ক ছাড়াই শিশুদের নিয়ে ঈদ মার্কেটে আসছেন বাবা-মায়েরা। করোনা প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হলেও মানা হচ্ছে না এ নির্দেশনা।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, মাস্ক ছাড়া শিশুদের নিয়ে ঈদবাজারের মত জনবহুল এলাকায় যাওয়া খুবই বিপজ্জনক। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনোভাবেই করোনাকে অবহেলা করা যাবে না।

সূত্র- জাগো নিউজ।।