কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৫; মৃত্যুবরণ করেছে একজন

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪ টা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৯ সেপ্টেম্বর বিকেল থেকে ১০ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ১৬জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে বুড়িচংয়ের ৩জন,চৌদ্দগ্রামের ৩ জন, দেবিদ্বার ২ জন,বরুড়ার ২ জন,লাকসামের ১৭ জন,চান্দিনা ১ জন,লাঙ্গলকোট উপজেলার ১জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রামের একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ রয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৬১৬জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৩ হাজার ৩৯৯ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page