০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দেবিদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না” বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু

কুমিল্লায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করলেন এ.এস.পি

  • তারিখ : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • 5

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল। শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস-স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃরা হলেন- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেনের স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান। তিনি জানান, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চেনেন। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল দুই সহযোগীকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান।

তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল কেনার পর নিশ্চিত হন। এরপর এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এ সময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে আদালতে তোলা হবে তাদের। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করলেন এ.এস.পি

তারিখ : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল। শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস-স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃরা হলেন- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেনের স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান। তিনি জানান, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চেনেন। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল দুই সহযোগীকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান।

তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল কেনার পর নিশ্চিত হন। এরপর এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এ সময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে আদালতে তোলা হবে তাদের। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।