কুমিল্লায় চিপসের কারখানায় তেলাপোকার বসতঘর; জরিমানা করে সিলগালা

কুমিল্লা নিউজ ডেস্ক।।
পুরো কারখানাজুড়ে তেলাপোকার বিচরণ৷ মেঝেতে শত সহস্র তেলাপোকা হাটছে উড়ছে। গা গুলিয়ে উঠা এমন পরিবেশেই তৈরী হচ্ছিল চিপস, নুডুল ও নানা রকম চানাচুর। এভাবে তৈরী করা শুকনো খাবার দীর্ঘ বছর ধরে বাজারজাত করছিলো কারখানার মালিক।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের ভাই ভাই চিপস কারখানায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

কারখানায় ঘুরে দেখা যায়, পোড়া মবিলে চানাচুর ভাঁজা হয়। কাপড়ে ব্যবহার করা রং নুডুল ও চিপসে তৈরীতে ব্যবহার করা হতো। আর পুরো কারখানাজুড়ে তেলাপোকার বিচরণ।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, নোংরা পরিবেশে ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পন্য উৎপাদন করার অভিযোগের সত্যতা পেয়েছি। ৫০ হাজার টাকা জরিমানা করি।পাশাপাশি কারখানটি সিলগালা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page