মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের তার নাম শারমিন আক্তার (২৭)। তার স্বামীর নাম আবদুল আলিম।
নিহত শারমিনের বাবার বাড়ী কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার ষাটশালা এলাকায়। তার স্বামীর বাড়ী একই উপজেলার দইখলায়।
বুধবার ১১ টায় স্থানীয়রা পুলিশকে ডোবায় নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
নিহত শারমিনের বাবা অদুদ জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকেলে স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর বাড়ীতে আসেনি। আজ সকালে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি আমার মেয়ের লাশ ডোবার পানিতে ভাসছে। নিহত শারমিনের এক ছেলে এক মেয়ে রয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহান সরকার, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হক। এছাড়াও সিআইডি, পিবিআইয়ের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শণ করেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এদিকে মরদেহটি যেখানে পাওয়া যায় সেটি একটি ঘনজঙ্গল। প্রায়ই ওই স্থানে নেশাগ্রস্থদের আনাগোনা পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমরা নিহতের স্বামী ও বাবাকে খবর দিয়েছি। সম্ভাব্য সব বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করেছি। তদন্তের পরেই স্পষ্ট হবে কেন এই হত্যাকান্ড ঘটেছে।
আরো দেখুন:You cannot copy content of this page