কুমিল্লায় থামছেনা করোনা, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

এ আর আহমেদ হোসাইন।।
মহামারি করোনায় কুমিল্লার পুরো জেলা জুড়ে প্রতিটি উপজেলাই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৬৭০ জনের রিপোর্ট পাপ্তির মধ্যে আক্রান্ত ২৮৫, মৃত্যুবরণ করেন-৪ জন ও করোনা যুদ্ধে জয় লাভ করেন- ৫০ জন।

কোরোনার জ্যামিতিক হার ছিল- ৪২ দশমিক ১ %। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

ওই দিকে আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশন-১৩৯, আদর্শ সদর- ১৪, সদর দক্ষিণ- ৫,বুড়িচং- ২২, ব্রাহ্মণপাড়া- ১২, চান্দিনা- ১০, চৌদ্দগ্রাম- ৪, দেবীদ্বার- ১৭,দাউদকান্দি-৪,লাকসাম-৭,লালমাই-৩,লাঙ্গলকোট-১০, বড়ুরা- ৫,মনোহরগন্জ-২,মুরাদনগর-১৫, মেঘনা-২, হোমনা- ১০,তিতাস-১ জন। করোনা আরোগ্য লাভের ৫০ জনের মধ্যে- সিটি করপোরেশন থেকে- ৪০, লাঙ্গলকোট- ৬, চান্দিনা- ২ ও দেবীদ্বারে ২জন। করোনায় ৪ জন মৃতের মধ্যে সিটি করপোরেশন- ৩ ও লাকসাম উপজেলায় ১ জন মৃত্যু বরণ করেন।

ওই দিকে জেলায় মোট রিপোর্ট পাপ্তি – ৮৬ হাজার ৫শ ছাব্বিশ জনের মধ্যে করোনা পজেটিভ- ১৫ হাজার ২শ উনষাট,করোনা থেকে আরোগ্য লাভ করেন- ১১ হাজার ৯শ ৪৫জন। জেলায় মোট মৃত্যু বরণ করেন- চারশত তিরানব্বই জন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page