০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় একদিনে মাদ্রাসাছাত্রসহ ৩ জনের লাশ উদ্ধার বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় থামছেনা করোনা, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

  • তারিখ : ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • 24

এ আর আহমেদ হোসাইন।।
মহামারি করোনায় কুমিল্লার পুরো জেলা জুড়ে প্রতিটি উপজেলাই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৬৭০ জনের রিপোর্ট পাপ্তির মধ্যে আক্রান্ত ২৮৫, মৃত্যুবরণ করেন-৪ জন ও করোনা যুদ্ধে জয় লাভ করেন- ৫০ জন।

কোরোনার জ্যামিতিক হার ছিল- ৪২ দশমিক ১ %। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

ওই দিকে আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশন-১৩৯, আদর্শ সদর- ১৪, সদর দক্ষিণ- ৫,বুড়িচং- ২২, ব্রাহ্মণপাড়া- ১২, চান্দিনা- ১০, চৌদ্দগ্রাম- ৪, দেবীদ্বার- ১৭,দাউদকান্দি-৪,লাকসাম-৭,লালমাই-৩,লাঙ্গলকোট-১০, বড়ুরা- ৫,মনোহরগন্জ-২,মুরাদনগর-১৫, মেঘনা-২, হোমনা- ১০,তিতাস-১ জন। করোনা আরোগ্য লাভের ৫০ জনের মধ্যে- সিটি করপোরেশন থেকে- ৪০, লাঙ্গলকোট- ৬, চান্দিনা- ২ ও দেবীদ্বারে ২জন। করোনায় ৪ জন মৃতের মধ্যে সিটি করপোরেশন- ৩ ও লাকসাম উপজেলায় ১ জন মৃত্যু বরণ করেন।

ওই দিকে জেলায় মোট রিপোর্ট পাপ্তি – ৮৬ হাজার ৫শ ছাব্বিশ জনের মধ্যে করোনা পজেটিভ- ১৫ হাজার ২শ উনষাট,করোনা থেকে আরোগ্য লাভ করেন- ১১ হাজার ৯শ ৪৫জন। জেলায় মোট মৃত্যু বরণ করেন- চারশত তিরানব্বই জন।

error: Content is protected !!

কুমিল্লায় থামছেনা করোনা, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

তারিখ : ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

এ আর আহমেদ হোসাইন।।
মহামারি করোনায় কুমিল্লার পুরো জেলা জুড়ে প্রতিটি উপজেলাই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৬৭০ জনের রিপোর্ট পাপ্তির মধ্যে আক্রান্ত ২৮৫, মৃত্যুবরণ করেন-৪ জন ও করোনা যুদ্ধে জয় লাভ করেন- ৫০ জন।

কোরোনার জ্যামিতিক হার ছিল- ৪২ দশমিক ১ %। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

ওই দিকে আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশন-১৩৯, আদর্শ সদর- ১৪, সদর দক্ষিণ- ৫,বুড়িচং- ২২, ব্রাহ্মণপাড়া- ১২, চান্দিনা- ১০, চৌদ্দগ্রাম- ৪, দেবীদ্বার- ১৭,দাউদকান্দি-৪,লাকসাম-৭,লালমাই-৩,লাঙ্গলকোট-১০, বড়ুরা- ৫,মনোহরগন্জ-২,মুরাদনগর-১৫, মেঘনা-২, হোমনা- ১০,তিতাস-১ জন। করোনা আরোগ্য লাভের ৫০ জনের মধ্যে- সিটি করপোরেশন থেকে- ৪০, লাঙ্গলকোট- ৬, চান্দিনা- ২ ও দেবীদ্বারে ২জন। করোনায় ৪ জন মৃতের মধ্যে সিটি করপোরেশন- ৩ ও লাকসাম উপজেলায় ১ জন মৃত্যু বরণ করেন।

ওই দিকে জেলায় মোট রিপোর্ট পাপ্তি – ৮৬ হাজার ৫শ ছাব্বিশ জনের মধ্যে করোনা পজেটিভ- ১৫ হাজার ২শ উনষাট,করোনা থেকে আরোগ্য লাভ করেন- ১১ হাজার ৯শ ৪৫জন। জেলায় মোট মৃত্যু বরণ করেন- চারশত তিরানব্বই জন।