নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক ঘণ্টা ভোট বন্ধ ছিল। দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার সকাল ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হঠাৎ করে অন্তত ৫০ জন বহিরাগত হেলমেট পরে কেন্দ্রে ঢোকে। তারা প্রায় ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সে সময় এক ঘণ্টা ভোট বন্ধ রাখা হয়।
‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে বিজিবির টিম এসে কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে চাইনিজ কুড়াল, হকি স্টিক, লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে আবার স্বাভাবিকভাবে ভোট নেয়া শুরু হয়েছে।’
দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সদস্য প্রার্থীকে আটক করা হয়েছে। তারা হলেন টিউবয়েল প্রতীকের মো. নোমান ও তালা প্রতীকের শরীফ আখন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page