মাহফুজ নান্টু, কুমিল্লা।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা নগরীকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে নগরীর ঠাকুরপাড়া এলাকায় ব্লক রেইড দেয়া হয়। এ সময় খুন, দস্যুতাসহ ১৫ মামলার আসামী দ্বীপ খান (৩৫) এবং ৭ মামলার আসামী সেলিমকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার। তিনি জানান, গ্রেফতার দুই আসামী খুবই ভয়ংকর। গতকাল গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করি।
আজ গ্রেফতার দুই আসামীকে দুপুরের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।