০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দেবিদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না” বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু

কুমিল্লায় নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

  • তারিখ : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • 6

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে।

তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বাংলা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান। এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় হার্টে দুটি রিং বসানো ছিল। আজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‌‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে আবেদন করে মনোনয়ন ফিরিয়ে আনেন। গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে। তবে কমিশন থেকে এখনও কোনও লিখিত নোটিশ পাইনি। নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো।’

মঙ্গলবার বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে।

২৭ জুলাই মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জুলাই রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

error: Content is protected !!

কুমিল্লায় নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

তারিখ : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে।

তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বাংলা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান। এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় হার্টে দুটি রিং বসানো ছিল। আজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‌‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে আবেদন করে মনোনয়ন ফিরিয়ে আনেন। গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে। তবে কমিশন থেকে এখনও কোনও লিখিত নোটিশ পাইনি। নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো।’

মঙ্গলবার বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে।

২৭ জুলাই মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জুলাই রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।