০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ কুমিল্লায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর কুবিতে হাল্ট প্রাইজের নতুন আয়োজক কমিটি ঘোষণা কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় পরকিয়া প্রেমের জের ধরে বন্ধুকে হত্যা

  • তারিখ : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • 17

মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে পরকিয়া প্রেমের জের ধরে মো: সজিব (৩৪) নামে একজনে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো: সাকিব (২৫)। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত সজিব পার্শ্ববর্তী ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মনির খানের ছেলে ও তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ নিয়ে শুক্রবার নিহতের বড় ভাই ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ মোট ৭জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামী মো: হাসানকে গ্রেফতার করে। শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামী মো: সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানস বড়–য়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ।

এসময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরো জানান- ভিকটিম সজিব ও আসামী সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিল এবং একত্রে চলাফেরা করত। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো: হাসানের অটোরিকশাযোগে চলাচল করত। পরকিয়া প্রেমের জের ধরে ইতিপূর্বে আসামী মো: সাকিবের সাথে ভিকটিম সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে সাকিব সহ বাকী আসামীরা।

পরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামীরা সজিবকে কুপিয়ে পকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখানে সজিবের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামী সহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

error: Content is protected !!

কুমিল্লায় পরকিয়া প্রেমের জের ধরে বন্ধুকে হত্যা

তারিখ : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে পরকিয়া প্রেমের জের ধরে মো: সজিব (৩৪) নামে একজনে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো: সাকিব (২৫)। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত সজিব পার্শ্ববর্তী ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মনির খানের ছেলে ও তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ নিয়ে শুক্রবার নিহতের বড় ভাই ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ মোট ৭জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামী মো: হাসানকে গ্রেফতার করে। শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামী মো: সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানস বড়–য়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ।

এসময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরো জানান- ভিকটিম সজিব ও আসামী সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিল এবং একত্রে চলাফেরা করত। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো: হাসানের অটোরিকশাযোগে চলাচল করত। পরকিয়া প্রেমের জের ধরে ইতিপূর্বে আসামী মো: সাকিবের সাথে ভিকটিম সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে সাকিব সহ বাকী আসামীরা।

পরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামীরা সজিবকে কুপিয়ে পকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখানে সজিবের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামী সহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।