কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা নগরীর কান্দির পাড় আদর্শ সদর উপজেলা বিএনপির এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় ভিক্টোরিয়া কলেজ রোড কান্দির পাড় প্রাঙ্গণে দলে দলে আগত বিক্ষোভ মিছিল সমবেত হয়ে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ করেন। এসময় পুলিশের বাঁধার মুখে কর্মসুচি সংক্ষিপ্ত করে ট্রাকে
বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।