
নিউজ ডেস্ক।।
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলফু মিয়া (৭০) ও বরিশাল জেলার শরীফ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হন। তিনি মেইল গেইট এলাকায় সবজির ব্যবসা করতেন।
অপরদিকে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের চান্দিনার নূরীতলা ব্রিজ এলাকায় উল্টে যায়। এতে ট্রাকের হেলপার শরীফ ঘটনাস্থলেই মারা যান।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।