কুমিল্লা নিউজ ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের মতবিনিময় সভায় হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মে) বেলা ১২টা ১০ মিনিটে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
সভা সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় অনুমতি পেয়ে কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। বক্তব্যের সুযোগ পেয়ে তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও আগের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেন। এ সময় পেছন থেকে আওয়ামীপন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে ওঠেন। তারা ওই স্বতন্ত্র প্রার্থীর বক্তব্যের সময় নানা মন্তব্য করেন।
এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীরা আসন ছেড়ে উঠে দাঁড়ান।
পরে জেলা প্রশাসক কামরুল হাসানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
আরো দেখুন:You cannot copy content of this page