কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় কুমিল্লা সদর উপজেলার সাতরা এলাকার গাউছে পাক রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার খলিল মিয়ার বাড়ি কুমিল্লা শহরতলীর ধর্মপুরে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাউছে পাক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খলিল মিয়াকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে স্কচটেপ পেঁচানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।