নেকবর হোসেন।।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা নেতৃত্বে কোতোয়ালি থানার দ্বিতীয় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবা-গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে (১) আল আমীন হোসেন ফয়সাল(২৫), পিতা-জয়নাল আবেদীন, সাং দ্বিতীয় মুরাদপুর, অহিুল্লাহ স্কুলের পশ্চিম পাশে,কুমিল্লা একজন আসামিকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে পরিদর্শক মাববুব আলম ভূঁইয়া প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ আদালত আসামিকে ৩ মাস কারাদণ্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে পরিদর্শক মাববুল আলম ভূঁইয়া, এসআই তমাল মজুমদারসহ বিভাগীয় অন্যান্য সদস্য, পুলিশ লাইনের পুলিশফোর্স অংশগ্রহণ করেন।