১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় শ্বশুরবাড়িতে মারধরের পর পুকুরে মিলল যুবকের মরদেহ

  • তারিখ : ০৬:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • 26

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় হত্যার পর আরমান হোসেন জনি নামে এক যুবকের লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরমান হোসেন জনি পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের মজিবুর রহমানের ছেলে। পেশায় তিনি পিকআপচালক ছিলেন।

নিহতের বাবা মজিবুর রহমান জানান, ছয় মাস আগে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে জনির বিয়ে হয়। শিল্পী আক্তারের আগে বিয়ে হয়েছিল, তার সন্তানও রয়েছে। জনিকে বিয়ের পরও শিল্পী তার আগের স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করত। এ নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

তিনি আরও জানান, ১০ দিন আগে শিল্পী তার বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকালে জনি শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুরবাড়ির লোকজন জনির হাত-পা বেঁধে মারধর করে। রাত ১০টার দিকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন ফোন করে কাবিনের টাকা ও অতিরিক্ত ৩০ হাজার টাকা নিয়ে যেতে বলে তাকে। সকালে শুনি জনির লাশ কুটুম্বপুর গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে।

মজিবুর রহমান অভিযোগ করে বলেন, শিল্পীর বাবার বাড়ির লোকজন জনিকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

তবে নিহতের স্ত্রী শিল্পী আক্তারের দাবি, জনি মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তাকে মারধর করতেন। শ্বশুরবাড়িতে গিয়ে তাকে মারধর করায় এলাকার লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে তার শ্বশুরকে ফোন করেন। রাত ১টার দিকে তার স্বামী শিকল খুলে পালিয়ে যান। পরদিন দুপুর ১২টায় তার স্বামীর লাশ একটি পুকুরে পাওয়া যায়।

চান্দিনা থানার এসআই রাকিব হাসান জানান, নিহতের নাক, কান ও চোখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় শ্বশুরবাড়িতে মারধরের পর পুকুরে মিলল যুবকের মরদেহ

তারিখ : ০৬:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় হত্যার পর আরমান হোসেন জনি নামে এক যুবকের লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরমান হোসেন জনি পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের মজিবুর রহমানের ছেলে। পেশায় তিনি পিকআপচালক ছিলেন।

নিহতের বাবা মজিবুর রহমান জানান, ছয় মাস আগে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে জনির বিয়ে হয়। শিল্পী আক্তারের আগে বিয়ে হয়েছিল, তার সন্তানও রয়েছে। জনিকে বিয়ের পরও শিল্পী তার আগের স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করত। এ নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

তিনি আরও জানান, ১০ দিন আগে শিল্পী তার বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকালে জনি শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুরবাড়ির লোকজন জনির হাত-পা বেঁধে মারধর করে। রাত ১০টার দিকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন ফোন করে কাবিনের টাকা ও অতিরিক্ত ৩০ হাজার টাকা নিয়ে যেতে বলে তাকে। সকালে শুনি জনির লাশ কুটুম্বপুর গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে।

মজিবুর রহমান অভিযোগ করে বলেন, শিল্পীর বাবার বাড়ির লোকজন জনিকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

তবে নিহতের স্ত্রী শিল্পী আক্তারের দাবি, জনি মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তাকে মারধর করতেন। শ্বশুরবাড়িতে গিয়ে তাকে মারধর করায় এলাকার লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে তার শ্বশুরকে ফোন করেন। রাত ১টার দিকে তার স্বামী শিকল খুলে পালিয়ে যান। পরদিন দুপুর ১২টায় তার স্বামীর লাশ একটি পুকুরে পাওয়া যায়।

চান্দিনা থানার এসআই রাকিব হাসান জানান, নিহতের নাক, কান ও চোখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।