মাহফুজ নান্টু, কুমিল্লা।
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে কুমিল্লায় গড়ে তোলা হয়েছে স্কুল অব রোবটিক্স।
শনিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া কালেক্টরেট স্কুল ও কলেজের ছয় তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্কুল অব রোবটিক্সের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আগামীর প্রতিযোগীতার বিশ্বে রোবটিয় কার্যক্রম খুবই গুরত্বপূর্ণ কাজ করবে। মানুষের বুদ্ধির সাথে রোবটিক্সের পরিশ্রমটা যখন সমন্বয় করবে তখন অনেক অসাধ্য সাধন সম্ভব হবে।
তবে এমন কাজে সবাইকে নিয়ে করতে হবে। এতে করে কাজটি সহজবোধ্য হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, ক্রিড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা জিলা স্কুলের অধ্যক্ষ রাশেদা আক্তার, ফয়জুন্নেচ্ছা স্কুলের অধ্যক্ষ রোখসানা ফেরদৌস মজুমদার, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ নার্গিস আক্তারসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।