কুমিল্লায় স্পট জন্ম নিবন্ধন পেল ৫ নবজাতক; উপহার হিসেবে পেল গাছের চারা

মাহফুজ নান্টু, কুমিল্লা।
জন্মনিবন্ধনের হয়রানী হ্রাস করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে স্পট জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার মুড়াপাড়া এলাকার শূন্য থেকে -৪৫ দিন বয়সী ৫ জন নবজাতকের স্পট জন্ম নিবন্ধন করা হয়েছে।

জন্ম নিবন্ধন শেষে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জন্ম নিবন্ধন সনদ বিতরণ করেন। এসময় নবজাতকদের মায়ের হাতে উপহার এবং একটি করে ফলজ গাছের চারা তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে স্পট জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল প্রধান, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page