স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর আয়োজনে কুমিল্লায় দুই দিনব্যাপি এক্স ক্যাডেট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১ ও ১২ মার্চ শুক্র ও শনিবার এক্স ক্যাডেট ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে তিন শাতাধীক এক্স ক্যাডেট অংশ নিবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেন্টডিয়ামে অনুষ্ঠান বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর কর্মকর্তবৃন্দ।
কুমিল্লা গোমতী নদীর পাড় টিক্কাচর ব্রীজ সংলগ্ন শেখ কামাল ক্রীড়া পল্লী মাঠে এ এক্স ক্যাডেট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপি এক্স ক্যাডেট ক্যাম্প ১১ মার্চ সকাল ১০ টায় উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
১২ মার্চ বিকেল ৪টায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
আমন্ত্রিত তিন শাতাধীক ক্যাডেট ক্যাম্ট এলাকায় দুইদিন তাবুতে অবস্থান করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর উপদেষ্টা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর চেয়ারম্যান শাহ মুজিবুল হক, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূইয়া ও সদস্য দেলোয়ার হোসেন জাকির।
আরো দেখুন:You cannot copy content of this page