কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২২

মোঃ জহিরুল হক বাবু।।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৪ জনে। ২৪ ঘন্টায় নতুন আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মনোহরগঞ্জ উপজেলায় ১ জন পুরুষ ৭০ বছর, হোমনা উপজেলায় ১জন পুরুষ, ৬৫ বছর ও সিটি করপোরেশন এলাকায় ১ জন মহিলা, ৬৭ বছর। ফলে জেলা জুড়ে মৃত্যুর সংখ্যা ২৪৯ জনে দাঁড়ালো।

২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশনে ৪ জন, উপজেলা যথাক্রমে আদর্শ সদর ২ জন, মেঘনা ১ জন, বুড়িচং ১জন, মুরাদনগর ২ জন, হোমনা ৩ জন, চান্দিনা ২ জন, দাউদকান্দি ১ জন, বরুড়া ৪ জন ও দেবিদ্বার ২ জন।

আজকের রিপোর্ট অনুযায়ী সুস্থ হয়েছে ১৪ জন। নতুন সুস্থ্যদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ১১জন, মনোহরগঞ্জ ৩ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৮৭৪ জন করোনা রোগী।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৫ হাজার ৪৮৮জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৫ হাজার ০৭৫ জনের। এর মধ্যে ৮ হাজার ৭৩৪ জনের করোনা সনাক্ত হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page