কুমিল্লায় ৫ কোটি টাকা মূল্যের সরকারী ভূমি দখলদারদের কাছ থেকে উদ্ধার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় দখলদারদের কাছ থেকে ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৫০ শতক সরকারী ভূমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) দিনব্যাপী জেলার আদর্শ সদর উপজেলার পাচথূবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুর সংলগ্ন বৌ-বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারী সম্পত্তি দখলমুক্ত করেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল।

জানা যায়, কুমিল্লায় সরকারী জায়গা দখল করে একটি করাত কল (স্ব-মিল) ও ৫ টি দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলো অসাধু একটি চক্র। এ খবরে মঙ্গলবার সকাল ১১ টায় বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানস্থল পরিদর্শনে আসেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল জানান, ৪ ঘন্টা ব্যাপী অভিযানে সরকারী সাড়ে ৫০ শতক ভূমির উপর অবৈধ্য ভাবে নির্মিত একটি অনুমোদন বিহীন করাত কল (স্ব-মিল) ও ৫ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত ভূমির মূল্য প্রায় ৫ কোটি টাকা। এসময় অনুমোদন বিহীন করাত কল (স্ব-মিল) মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page