কুমিল্লা আদর্শ সদরে বেকারদের কর্মদক্ষতা উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) সকালে আদর্শ সদর উপজেলা থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করা হয়।

আদর্শ সদর উপজেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্প এ কর্মশালার আয়োজন করেন।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান হোসনেআরা বকুল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সেইপ প্রকল্পের প্রেগ্রাম অর্গানাইজার সাইফুল করিম।

কর্মশালায় সদর উপজেলার ৩ নং দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোঃমামুনুর রশিদ মামুন, আদর্শ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমির আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলিসহ বিভিন্ন প্রতিনিধিবৃন্দ অংশ নেয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page