কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মাহফুজ নান্টু, কুমিল্লা।
অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে উদ্বোধন হয়ে গেলে ভূমি সেবা সপ্তাহ। বোরবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্য সারাদেশের ন্যায় কুমিল্লাতেও ভূমি সেবা সপ্তাহ চলছে। এখন প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া চলছে। এতে করে কম সময়ে সেবাগ্রহীতারা তাদের সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন ভুমি মন্ত্রনালয়ের উপসচিব সাবেরা আক্তার, জোনাল সেটেলমেন্ট অফিসার মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১৯ মে থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ চলবে ২৩ মে পর্যন্ত। এদিকে ভূমি সেবা সপ্তাহে বছরজুড়ে ভালো সেবা দেয়ায় জেলার বিভিন্ন ভূমি অফিসের ৮ জনকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার দেয়া হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page