০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

  • তারিখ : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 6953

জহিরুল হক বাবু/বি এম ফয়সাল

কুমিল্লা শহরের এক বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো জানা যায়নি।

“সিসি ক্যামেরার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন।

তাহমিনার তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল হাই কোর্টের আইনজীবী, তিনি ঢাকাতেই থাকেন। আর ছোট ছেলে সাইফুল ইসলাম আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। তিনি এমনিতে কুমিল্লায় থাকলেও রোববার ছিলেন ঢাকায়।

রানা বলেন, “তারা বাড়িতে থাকলেও অন্য কারো সাথে তেমন কথাবার্তা বলতেন না। গতকাল রাতে দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখে। তারা ভেবেছিল, তাদের মা ও বোন হয়ত ঘুমিয়ে আছে।

“কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনো সাড়া শব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯ এ কল পেয়ে আজ ভোরবেলা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়।“

বাড়ির মালিক রানা বলেন, “সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি রোববার দিনের বেলায় ওই বাসায় আসা-যাওয়া করেছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”

error: Content is protected !!

কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

তারিখ : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু/বি এম ফয়সাল

কুমিল্লা শহরের এক বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো জানা যায়নি।

“সিসি ক্যামেরার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন।

তাহমিনার তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল হাই কোর্টের আইনজীবী, তিনি ঢাকাতেই থাকেন। আর ছোট ছেলে সাইফুল ইসলাম আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। তিনি এমনিতে কুমিল্লায় থাকলেও রোববার ছিলেন ঢাকায়।

রানা বলেন, “তারা বাড়িতে থাকলেও অন্য কারো সাথে তেমন কথাবার্তা বলতেন না। গতকাল রাতে দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখে। তারা ভেবেছিল, তাদের মা ও বোন হয়ত ঘুমিয়ে আছে।

“কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনো সাড়া শব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯ এ কল পেয়ে আজ ভোরবেলা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়।“

বাড়ির মালিক রানা বলেন, “সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি রোববার দিনের বেলায় ওই বাসায় আসা-যাওয়া করেছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”