জহিরুল হক বাবু।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ (আদর্শ সদর) নির্বাচনী এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিভিন্ন মণ্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। তিনি বলেন,
“দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতির একটি বড় উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করে, এটিই বাংলাদেশী সমাজের আসল ঐতিহ্য।”
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা কমিটিগুলোর হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিএনপির এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন আরও বলেন, “আমরা চাই এই উৎসব আনন্দঘন পরিবেশে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। বিএনপি সব সময় দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
পূজা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গার আরাধনা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং সাংস্কৃতিক আয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।












