স্টাফ রিপোর্টার।।
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শিক্ষকদের উল্টো দৌড় ও অভিভাবকদের জন্য বালিশ ছোড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ শামসুল তাবরীজ।
এ সময় সহকারী প্রধান শিক্ষক ড. উত্তম কুমার রায়, বশির আহমেদ, ইমাম হাছান, এমরান হোসেন, আতিক উল্লাহ, সামিউল আলম, আখি আলম রকি, আরিফুর রহমান রিপন, নিশাত সুলতানা জেরিন, পলি রানী শীল, রিপন চক্রবর্তী, মু. সাহাদাত হোসেন, গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, সোহেল রানা, জুয়েল রানা সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক সাহাদাত হোসেন।
সপ্তাহব্যাপী ৪টি ইভেন্টে ১৯টি ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী ২১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল শিক্ষককে সন্মাননা উপহার প্রদান করা হয়।