জহিরুল হক বাবু।।
২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা’কে কেন্দ্র করে কুমিল্লা জেলার সকল কোচিং সেন্টার (অফলাইন ও অনলাইন) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
এ বিষয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১০ এপ্রিল তারিখ থেকে ১৩ মে পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলার সকল কোচিং সেন্টার সমূহ (অনলাইন ও অফলাইন) বন্ধ রাখার বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়, শিক্ষা ও কল্যাণ শাখা, গত ১৩ই মার্চ কার্যবিবরণী সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ এপ্রিল থেকে ১৩ ই মে পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার সমূহ বন্ধ রাখা নির্দেশ প্রদান করা হয়।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরো দেখুন:You cannot copy content of this page