স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কুমিল্লা জেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার (৫ জুলাই ২০২৫) কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম.এ. রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কেএস হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল, ঢাকা বিভাগ থেকে আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগ থেকে আলহাজ্ব মোঃ নুরুল হক মিয়া, ঢাকা বিভাগ থেকে আলহাজ্ব এম এ তাহের, চট্টগ্রাম বিভাগ থেকে খোরশেদ আলম বাবুল, নাহিদা আক্তার মুন্নি সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী বিভাগ থেকে এস এম আয়নাল হক, ঢাকা বিভাগ থেকে মোহাম্মদ ফিরোজ আলম, বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম আখন্দ, ঢাকা বিভাগ থেকে মোহাম্মদ রুহুল আমিন খান, মোস্তফা মল্লিক রংপুর বিভাগ, গোলাম মোস্তফা ঢাকা বিভাগ।
কুমিল্লা জেলা দলিল শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব এমএএইচ মনজু এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মিয়া সোহাম্মদ সোহাগ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা কাজী গোলাম কিবরিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, গোলাম রাব্বানী আজাদ, খলিলুর রহমান বিপ্লব, এডভোকেট মাসুদ হাসান টিপু, অ্যাডভোকেট ইসমাইল মিয়া রতন, এনামুল হক ভূঁইয়া, ইয়াসমিন আখতার রুপালী, নাজমুল হুদা রাসেল, রিয়াজ আহমেদ ভূঁইয়া, হাজী নুরুল হক মাস্টার সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সজিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিরুল ইসলাম হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। আরও উস্থিত ছিলেন জেলার সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটির নেতৃত্বে দলিল লেখকদের অধিকার, সম্মান ও পেশাগত দক্ষতা আরও সুসংহত হবে এবং ৭ দফা দাবী আদায়ের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ। তারা আশা প্রকাশ করেন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতি আগামী দিনে আরও সুসংগঠিত ও জনবান্ধব হয়ে উঠবে।
আরো দেখুন:You cannot copy content of this page